ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শাহজাদপুরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
শাহজাদপুরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি হাটের সরকারি জমি থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার।

তিনি জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু লোক তালগাছি হাটের পেরিফেরিভুক্ত জমিতে অবৈধভাবে স্থাপনা গড়ে তুলে ব্যবসা ও বসবাস করে আসছিলেন।

জেলা প্রশাসন থেকে বারবার চিঠি দিলেও তারা দখল না ছাড়ায় সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেহেলী লায়লার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। এ সময় দোকানপাট, সরিষার আড়ৎ ও কিছু বাড়িঘরসহ প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।