আটক রোহিঙ্গা নারী শারমিন আক্তার। ছবি: মানজারুল ইসলাম
খুলনা: খুলনায় শারমিন আক্তার (৩০) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মহানগরীর পাসপোর্ট অফিস থেকে তাকে আটক করা হয়।
রাত ১২টার দিকে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বাংলানিউজকে জানান, পাসপোর্ট অফিসের ডিরেক্টর শারমিনকে অফিসের ভেতর থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
বর্তমানে শারমিন থানায় পুলিশ হেফাজাতে রয়েছেন। তিনি মিয়ানমারের রোহিঙ্গা নারী।
বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
এমআরএম/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।