ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বামনায় অবুঝ শিশু থানা হেফাজতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
বামনায় অবুঝ শিশু থানা হেফাজতে শিশু হাসান। ছবি: সংগৃহীত

বরগুনা: বরগুনার বামনায় হাসান নামে সাত বছরের এক অবুঝ শিশুকে উদ্ধার করে বামনা থানা হেফাজতে রাখা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হাসানকে থানা হেফাজতে রাখা হয়।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহনেওয়াজ বাংলানিউজকে জানান, উপজেলার চলাভাংগা  এলাকা থেকে শিশুটিকে পেয়ে স্থানীয়রা উপজেলা চেয়ারম্যানের কাছে নিয়ে আসেন।

তারপর উপজেলা চেয়ারম্যান ওই শিশুটিকে বামনা থানা হেফাজতে পাঠান।

শিশুটি তার বাবার নাম জাহাংগীর ও মায়ের নাম ফতে এটুকুই বলতে পারে। বর্তমানে শিশু হাসানকে থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।