শেরপুর: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করার দায়ে শেরপুরের শ্রীবরদীতে দুই রেস্টুরেন্ট মালিককে দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুতি ধরের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
ইউএনও সেঁজুতি ধর বাংলানিউজকে বলেন, দুপুরে উপজেলার পশ্চিম বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করার অপরাধে সাবরিনা হোটেল ও লাখো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিককে দুই হাজার টাকা করে চার হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নিষিদ্ধ গাইড বই বিক্রি না করার জন্য স্থানীয় লাইব্রেরি মালিকদের সর্তক করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।