ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে পাচার ১০ শিশুকে বেনাপোলে হস্তান্তর 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
ভারতে পাচার ১০ শিশুকে বেনাপোলে হস্তান্তর  প্রতীকী ছবি

বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া ১০ বাংলাদেশি শিশুকে দুই বছর পর ফেরত পাঠিয়েছে ভারত সরকার।  

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত শিশুরা হলেন-গোপালগঞ্জের সাথি খাতুন (১৪), খুলনার খাদিজা খাতুন (১৫), বাগেরহাটের ঝরণা আক্তার (১১) ও সাদিয়া হাওলাদার (১১), ঢাকার দোলা আক্তার (১৩), বরিশালের বিলকিস বেগম (১৬), শিশু মুসকান (০১), চাঁদপুরের রুবিনা খাতুন (১৩), নড়াইলের মিনা সিকদার (৮) ও পিরোজপুরের ডালিয়া (১৭)।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ফেরত আসা নারী-শিশুদের আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির হাতে তুলে দেওয়া হয়েছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।  

বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার কাউন্সিলর নুরুন্নাহার বাংলানিউজকে জানান, দুই বছর আগে পাচারকারীদের খপ্পরে পড়ে এরা দেশের বিভিন্ন সীমান্তপথে ভারতে যায়। পরে ভারতীয় পুলিশ তাদের পাচারকারীদের হাত থেকে উদ্ধার করে অদালতে সোপর্দ করে। সেখান থেকে ভারতের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের কাছে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিতে ট্রাভেল পারমিট প্রক্রিয়ায় তাদের ফেরত আনা হয়।  

এসময় তিনি আরও জানান, এদের পরিবারের কেউ যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চাই তাকে আইনি সহায়তা করা হবে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৮
এজেডএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।