ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্রদ্ধায় ভ‌রে ওঠ‌ছে স্মৃতির শহীদ মিনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
শ্রদ্ধায় ভ‌রে ওঠ‌ছে স্মৃতির শহীদ মিনার কেন্দ্রীূয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: সুমন শেখ/বাংলানিউজ

ঢাকা: সর্বস্ত‌রের মানুষের ফুলেল শ্রদ্ধায় ভ‌রে ও‌ঠছে স্মৃতির শহীদ মিনার। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকেই বিভিন্ন রাজ‌নৈ‌তিক দ‌লের পাশাপা‌শি সামা‌জিক-সাংস্কৃ‌তিক সংগঠন ছাড়াও শিক্ষা-প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ‌কে এ‌কে পুস্পস্তবক অপর্ণ করা হচ্ছে। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিট অর্থাৎ একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুস্পস্তবক অর্পণ করেন।  

বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।


 
এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি...’ বাজানো হয়।

প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিপরিষদের সদস্য ও দলের শীর্ষ নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবেও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান  শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সা‌ড়ে ১২টায় সবার জন্য উন্মুক্ত করা হয় শহীদ মিনারে।

ত‌বে অ‌নে‌কের সেল‌ফি তোলার কার‌ণে শ্রদ্ধা নিবেদনে কিছুটা দে‌রি হ‌চ্ছে। ঘোষণা মঞ্চ থে‌কে শহীদ বে‌দীতে উ‌ঠে সেল‌ফি তোলা বন্ধ ক‌রতেও বারবার নি‌র্দেশনা দেওয়া হয়।  

রাত পৌঁনে ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক‌য়েক হাজার মানু‌ষের সারি রয়েছে। যারা হাতে শ্রদ্ধার ফুল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএস‌সি রোড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনা‌রে প্র‌বেশ করছেন।  

বরাব‌রের ম‌তো শহীদ মিনারে অর্ঘ্য দেওয়া শে‌ষে দো‌য়েল চত্বরের দি‌কে বে‌রি‌য়ে যা‌চ্ছেন এসব মানুষ।  

এদিকে ভোরে শুরু হবে প্রভাত ফে‌রি। লাখো মানুষ যোগ দে‌বেন এই প্রভাত ফেরিতে। এজন্য শহীদ মিনা‌রের পা‌শে লাইন সাজা‌নো হ‌য়ে‌ছে।  

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
এসএ/এমআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।