ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজনগরে টিলা ধসে শ্রমিক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
রাজনগরে টিলা ধসে শ্রমিক নিহত

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগরে টিলার মাটি কাটার সময় ধসে আছকান মিয়া (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের গয়াসপুর গ্রামে এ ঘটনা ঘটে। আছকান উপজেলার টেংরা ইউনিয়নের করতল গ্রামের মতলিব মিয়ার ছেলে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বাংলানিউজকে জানান, উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের গয়াসপুর গ্রামে বেশ কিছুদিন ধরে টিলার মাটি কাটা হচ্ছিল। দুপুরে ট্রাকে মাটি তোলার জন্য টিলা কাটছিলেন আছকান। এসময় মাটি ধসে ট্রাকের বডির ওপর ছিটকে পড়েন তিনি। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।