ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়নে কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়নে কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়ন বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বারসিক ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড স্ট্যাডিজ (বিয়াস) এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে মহড়ার মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়।  

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বাস সুদেব কুমার।

বিশেষ অতিথি ছিলেন- কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আমান উল্লাহ আল হাদি, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শাহিনুর রহমান, ফায়ার সার্ভিসের সাতক্ষীরা স্টেশন ইনচার্জ আজিজুর রহমান, বিয়াসের কোর্স কো-অর্ডিনেটর বাহাউদ্দিন বাহার, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সাধারণ সম্পাদক গাজী আসাদ, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান প্রমুখ।

এদিকে প্রশিক্ষণের প্রথম দিন সাতক্ষীরা সদর উপজেলার বিআরডিবি প্রশিক্ষণ হলে বিয়াসের কোর্স কো-অর্ডিনেটর বাহউদ্দিন বাহার শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে তত্ত্বীয় ধারণা দেন। এছাড়া দ্বিতীয় দিন ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্যোগকালীন উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার বিষয়ে প্রশিক্ষণ দেন।

কর্মশালায় সাতক্ষীরা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।