ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নাগেশ্বরীতে মাদকবিরোধী শপথ নিলো সহস্রাধিক শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
নাগেশ্বরীতে মাদকবিরোধী শপথ নিলো সহস্রাধিক শিক্ষার্থী শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ/ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ডিগ্রি কলেজের মাঠে মাদক সেবন না করার শপথ নিয়েছে সহস্রাধিক শিক্ষার্থী।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ মাঠে অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভায় এ শপথ নেয় শিক্ষার্থীরা।

এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখেরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুম মন্ডল, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী লাকু, সুব্রত ভট্টাচার্য, রবিউল ইসলাম খান, শিক্ষাবিদ শহিদুল ইসলাম, প্রভাষক রেজাউল করিম রেজা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১০ ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।