ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে অস্ত্র-ডাকাতির মামলার আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
কিশোরগঞ্জে অস্ত্র-ডাকাতির মামলার আসামি গ্রেফতার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে অস্ত্র ও ডাকাতির মামলার আসামি মো. আশরাফকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা হাইস্কুলের মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। আশরাফ সদর উপজেলার গাবতলী পাটধা এলাকার মো. আব্দুল মোতালিব ওরফে লাদেনের ছেলে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মো. ইকবাল হায়াত বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে অস্ত্র ও ডাকাতির মামলার পরোয়ানাভুক্ত আসামি আশরাফ পলাতক ছিলেন। পাটধা হাইস্কুলের মাঠে তিনি অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।