ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কুয়াকাটায় সাগরে জাল ফেলা নিয়ে মারামারিতে আহত ৫ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
কুয়াকাটায় সাগরে জাল ফেলা নিয়ে মারামারিতে আহত ৫  জেলেদের দু’পক্ষের মারামারির ঘটনায় আহতরা

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জাল ফেলাকে কেন্দ্র করে জেলেদের দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। 

আহতনা হলেন- ইলিয়াস (১৭), আলিম সিকদার (৫০), মিজানুর রহমান (২৫), রিয়াজ খলিফা (২৬) ও রুবেল (২৬)।  

রোববার (২৫ ফেব্রুয়ারি) ভোরে এ মারামারির এ ঘটনা ঘটে।

আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মারামারির ঘটনায় জড়িতদের নাম পাওয়া গেছে। লিখিত অভিযোগের পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।