ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ প্রতিদিনের মহিউদ্দিনের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
বাংলাদেশ প্রতিদিনের মহিউদ্দিনের দাফন সম্পন্ন বাংলাদেশ প্রতিদিনের কমার্শিয়াল ম্যানেজার মহিউদ্দিন আহমেদ

ঢাকা: বাংলাদেশ প্রতিদিনের কমার্শিয়াল ম্যানেজার মহিউদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর খিলগাঁওয়ের তালতলা রিয়াজবাগ কবরস্থানে তাকে দাফন করা হয়।  

এর আগে, বাদ জোহর মহিউদ্দিনের মরদেহ তার দীর্ঘদিনের কর্মস্থল বসুন্ধরা আবাসিক এলাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউস লিমিটেডের কমপ্লেক্সে আনা হয়।

এসময় তাকে দেখতে ভিড় করেন শোকার্ত সহকর্মীরা। সেখানে মরহুমের নামাজে জানাজা সম্পন্ন হয়। এতে ইমামতি করেন মরহুমের ছোটভাই হাফেজ জসীম উদ্দিন আহমেদ।

জানাজায় অংশ নেন বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম-সম্পাদক আবু তাহের, উপ-সম্পাদক মাহমুদ হাসান, বাণিজ্যিক উপদেষ্টা খন্দকার কামরুল হক শামীম, বসুন্ধরা গ্রুপের মিডিয়া উপদেষ্টা আবু তৈয়ব, নিউজটোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক হাসনাইন খুরশিদ, বাংলাদেশ প্রতিদিনের বার্তা সম্পাদক কামাল মাহমুদ, সিটি এডিটর শিমুল মাহমুদ, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ইডি জেড এম আহমেদ প্রিন্স, বাংলাদেশ প্রতিদিনের বিজ্ঞাপন বিভাগের জিএম মাসুদুর রহমান ও সার্কুলেশন বিভাগের জিএম বিল্লাল হোসেন মন্টু, মরহুমের ছেলে ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও ইশতিয়াক আহমেদ।

এছাড়া বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার শীর্ষ কর্মকর্তা, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের শীর্ষ কর্মকর্তাসহ সাংবাদিক এবং কর্মকর্তা-কর্মচারীরা জানাজায় অংশ নেন।

জানাজার আগে মহিউদ্দিনের ছেলে, ইমতিয়াজ উদ্দিন আহমেদ রাজীব বলেন, আমার বাবা সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফেরার সময় গাড়িতে বুকে ব্যথা অনুভব করেন। কিন্তু যানজটের কারণে তিনি তাৎক্ষণিক হাসপাতালে যেতে পারেননি। প্রায় দেড় ঘণ্টা তিনি যানজটে আটকে ছিলেন। পরে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হৃদরোগে তিনি মারা যান।

এই জানাজার আগে সকাল ৯টায় খিলগাঁওয়ে মরহুমের বাসভবনের সামনে তার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।