ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বেপরোয়া বাস কাড়লো কারারক্ষীর প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
ঝিনাইদহে বেপরোয়া বাস কাড়লো কারারক্ষীর প্রাণ

ঝিনাইদহ: ঝিনাইদহে বাস চাপায় জুলফিকার আলী (৩৫) নামে এক কারারক্ষী নিহত ও শাকিল হোসেন (২২) নামে আরেকজন কারারক্ষী আহত হয়েছেন।

রোববার ( ২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে জেলা নতুন করাগারের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুলফিকার আলীর বাড়ি যশোরের মণিরাপুরে এবং শাকিলের বাড়ির নড়াইলের লোহাগাড়ায়।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ।

তিনি জানান, সন্ধ্যায় ঝিনাইদহ শহর থেকে জুলফিকার ও শাকিল মোটরসাইকেলে করে জেলা করাগারের সামনে আসেন। এ সময় দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে জুলফিকার ও শাকিল গুরুতর আহত হয়। আহত অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জুলফিকারকে মৃত্যু ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন শাকিল। এ ঘটনায় বাসটিকে জব্দ করা হলেও চালক পলাতক হয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১ ১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।