ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ৪ দালাল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
লালমনিরহাটে ৪ দালাল আটক

লালমনিরহাট: পুলিশে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চার দালালকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে লালমনিরহাট শহরের মিশনমোড়ের সীমান্ত আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সোহাগপুর এলাকার এজাব উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৪৩), একই উপজেলার পশ্চিম জগতবেড় এলাকার আবির উদ্দিনের ছেলে সামিউল ইসলাম সাজু (৪৪), ঘোনাবাড়ি এলাকার মেহের আলীর ছেলে আবুল কাশেম (৪৮) ও গাইবান্ধা সদর উপজেলার কুপতলা এলাকার সামছুল হকের ছেলে সাইফুল ইসলাম (৪৫)।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বাংলানিউজকে জানান, পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেয়ার জন্য লালমনিরহাটে রোববার দিনভর ৭৪ জনের মধ্যে চলে বাছাই পর্ব। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চাকরি দেওয়ার কথা বলে প্রার্থীদের মধ্যে কয়েকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। তারা শহরেই রয়েছে। এ খবরের ভিত্তিতে শহরের সীমান্ত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।