ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ২ জনের মৃত্যু

বরিশালে পৃথক দু’টি দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল নগরের নবগ্রাম রোড এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে সুজন সিকদার (২৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়।

মৃত সুজন সিকদার নগরের ২২ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডস্থ আমজাদ সিকদার লেনের বাসিন্দা বাচ্চু সিকদারের ছেলে।

জানা যায়, সুজন সিকদার তার ফুফুর নির্মাণাধীন ভবনে পানি দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম নামে ৪ বছরের এক শিশু মারা গেছে। শিশুটি উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের ইউসুফ ফড়িয়ার ছেলে। দুপুরে নিজ বসত ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হলে এ দুর্ঘটনা ঘটে।

পরে ইব্রাহিমকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।