ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আরএমপি নতুন ৮ থানার কার্যক্রম ১ মার্চ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
আরএমপি নতুন ৮ থানার কার্যক্রম ১ মার্চ শুরু রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)

রাজশাহী: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নবগঠিত আট থানার কার্যক্রম আগামী ১ মার্চ (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে। উদ্বোধনের পর এরই মধ্যে থানাগুলোতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিযুক্ত করা হয়েছে।

আরএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান স্বাক্ষরিত এক আদেশে রোববার (২৫ ফেব্রুয়ারি) আট পুলিশ কর্মকর্তাকে নতুন থানাগুলোতে পদায়ন করা হয়।

নবগঠিত থানার কার্যক্রম শুরু হলে সাধারণ মানুষের কাছে আরও বেশি আইনি ও পুলিশি সেবা পৌঁছানো যাবে।

তখন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন ও মাদক প্রতিরোধে পুলিশ আরও বেশি তৎপর থাকতে পারবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারির (বুধবার) মধ্যে পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হবে। এর পর ১ মার্চ থেকে নতুন থানাগুলোতে এ ওসিরা দায়িত্ব পালন করবেন।

এর মধ্যে মহানগরীর মতিহার থানার বর্তমান ওসি মেহেদী হাসানকে নতুন কাটাখালি থানায়, শাহাদাত হোসেন খানকে মতিহার থানায়, হুমায়ুন কবিরকে চন্দ্রিমা থানায়, এসএম মাসুদ পারভেজকে পবা থানায়, রবিউল ইসলামকে কাশিয়াডাঙ্গা থানায় এবং আব্দুল লতিফকে দামকুড়া থানায় পদায়ন করা হয়েছে।

একই আদেশে পরিদর্শক কবিরুল ইসলামকে নতুন বেলপুকুর থানায়, পরিদর্শক ইমাম জাফরকে কর্ণহার থানায় ও পরিদর্শক রাজিবুল ইসলামকে বিমানবন্দর থানায় পদায়ন করা হয়েছে।  

এসব থানায় ওসি নিযুক্ত করা না পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন তারা।  

এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাজশাহী সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থানাগুলো উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।