ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

লাকসামে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
লাকসামে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশা

কুমিল্লা: কুমিল্লার লাকসাম উপজেলায় ট্রেনের ধাক্কায় হৃদয় মিয়া (৩০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় মিয়া লাকসাম উপজেলার বেতিহাটি গ্রামে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ আহমেদ এ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, হৃদয় মিয়া অটোরিকশা নিয়ে রেলপথ পার হচ্ছিলেন। এসময় নোয়াখালীগামী একটি ডেমু ট্রেনে তাকে ধাক্কায় দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় ও অটোচালকের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।