ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পিকনিকের বাস খাদে পড়ে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
পিকনিকের বাস খাদে পড়ে শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ২৫ দুর্ঘটনা কবলিত বাস

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে পিকনিকের বাস উল্টে খাদে পড়ে শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পচামাদিয়া বড়জোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই মেহেরপুর জেলার গাংনী উপজেলার পিরতলা নওদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী।

তারা রাজশাহীতে পিকনিকে যাচ্ছিলেন।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন বাংলানিউজকে বলেন, রাজশাহীগামী মেহেরপুরের পিরতলা নওদাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিকনিকের বাসটি পচামাদিয়া বড়জোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্তত ২৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।