ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘শাস্তি’ ঠেকাতে আত্মহত্যার হুমকি!

মাজেদুল নয়ন, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
‘শাস্তি’ ঠেকাতে আত্মহত্যার হুমকি!

ঢাকা: একের পর এক শৃঙ্খলাপরিপন্থি বিতর্কিত কর্মকাণ্ডের পর ‘শাস্তিরূপ বদলি’ ঠেকাতে রীতিমতো আত্মহত্যার হুমকি দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা! 

প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় অফিসের পরিচালক ড. মোফাজ্জল হায়দার নিজের বদলিসহ অন্য যে কোনো শাস্তি এড়াতে প্রকাশ্যেই খোদ চেয়ারম্যানসহ অন্যদের কাছে আত্মহত্যার হুমকি দিলে তোলপাড় শুরু হয়েছে দফতরে।  বিজ্ঞানীসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও চলছে ব্যাপক গুঞ্জন।

পরমাণু শক্তি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চেয়ারম্যান অধ্যাপক ড. নঈম চৌধুরী বাংলানিউজকে বলেন, ড. মোফাজ্জল সদস্য ডা. ফারহানা আফরোজকে এ ধরনের কথা বলেছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও পরমাণু শক্তি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এ কর্মকর্তার আচরণে বিব্রতকর অবস্থায় আছেন কর্মকর্তা-কর্মচারীরা। অন্য পরিচালক, এমনকি গাড়িচালকদের সঙ্গেও তার অব্যাহত উচ্ছৃঙ্খল আচরণ নিয়ে সমস্যায় পড়তে হয়েছে কর্তৃপক্ষকে।

অনেক কর্মকর্তাই বাধ্য হয়ে তার বিভাগ পরিবর্তন করে অন্য বিভাগে চলে গেছেন। তার কর্মকাণ্ডে বাধ্য হয়ে অন্তত ৮ জন গাড়িচালক পরিবর্তন করতে হয়েছে। তার পর্যায়ের অনেক পরিচালককে কয়েকবার প্রকাশ্যে আঘাত করেছেন বলেও অভিযোগ রয়েছে।

এর মধ্যেই সম্প্রতি তিনি প্রতিষ্ঠানটির সদস্য ডা. শাহানা আফরোজের (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে) এক বৈঠকে প্রকাশ্যেই চরম অসৌজন্যমূলক আচরণ করার পর তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিষ্ঠানের কাজের পরিবেশ রক্ষায় ওই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে পরমাণু শক্তি কমিশনে বদলির সিদ্ধান্ত নেন।

এ অবস্থায় অভিযুক্ত কর্মকর্তা মোফাজ্জল হায়দার চেয়ারম্যানসহ অন্যদের সঙ্গে দেখা করে হুমকি দিয়ে বলছেন, ‘আমাকে বদলি করলে আমি আত্মহত্যা করবো। ’ তার এ ঘোষণার পর বিভাগের কর্মকর্তারাও পড়েছেন বিব্রতকর অবস্থায়।

একজন কর্মকর্তা বলেন, তিনি এমন সব কাজ করছেন যা গ্রহণ করা যায় না। ছোট-বড় কেউই ওনার সঙ্গে কাজ করতে পারছেন না। এখন যে কথা বলেছেন তাতে তাকে রেখে যে কেউ কাজ করতে ভয় পাবেন। তিনি কতটা চাকরিতে থাকার উপযোগী তা নিয়েই প্রশ্ন উঠেছে।

ডা. শাহানা আফরোজ এ বিষয়ে বাংলানিউজকে বলেন, বিষয়টি কর্তৃপক্ষ তদারকি করছেন।

তবে মোফাজ্জল চৌধুরীর কাছে বিষয়টি জানতে চেয়ে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

ঘটনার বিস্তারিত জানিয়ে এবং বিভাগীয় ব্যবস্থা নিতে রোববার (২৫ ফেব্রুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে পরমাণু শক্তি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

এ বিষয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল করিম সোমবার বাংলানিউজকে বলেন, এ বিষয়ে সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো সমস্যা থাকে সেটি সমাধান করা হবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।