ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তাগাছায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
মুক্তাগাছায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত আসামি শমসের মৌলভীকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ মোল্লা বাংলানিউজকে জানান, প্রায় দেড় বছর আগে তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়।

এরপর থেকেই আত্মগোপনে ছিলেন শমসের মৌলভী।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৫ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে উপজেলার মানকুন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘন্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।