ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুগঞ্জে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
আশুগঞ্জে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িযা: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত আব্দুল কুদ্দুস (২৮) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১০ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

কুদ্দুস মিয়া জেলার সরাইল উপজেলার বিটঘর এলাকার শাহিদ মিয়ার ছেলে।

তিনি আশুগঞ্জের খড়িয়ালায় রাইস মিলে কাজ করতেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার বাংলানিউজকে জানান, শুক্রবার (৯ মার্চ) রাতে কুদ্দুস বাড়িতে ফেরার পথে কামাউড়া এলাকায় আসলে কয়েকজন দুর্বৃত্ত তাকে  ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশুগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়। পরে দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

ওসি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।