শুক্রবার (৯ মার্চ) রাতে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের চালিভাঙ্গা গ্রামে নিজেদের ঘরে কন্যাকে বিষ খাওয়ানোর পর তা খেয়ে ফেলেন আবুলও।
দু’জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলেও শনিবার (১০ মার্চ) সকালে শিশুটি মারা যায়।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সামসুদ্দিন বাংলানিউজকে জানান, স্ত্রীর সঙ্গে কলহের জের ধরে অভিমান করে প্রথমে জোনাকিকে বিষ খাইয়ে পরে নিজেই বিষ পান করেন আবুল।
স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাদের ঢামেকে নিয়ে যান। সেখানে সকালে শিশুটির মৃত্যু হয়। আবুল এখন চিকিৎসাধীন। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এইচএ/