ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে তুলার গুদামে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
টঙ্গীতে তুলার গুদামে আগুন

গাজীপুর: গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় পাঁচটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১০ মার্চ) দুপুরে বৈদ্যুাতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বাংলানিউজকে জানান, টঙ্গীর মিলগেট এলাকায় আবুল বাসার, হারুনুর রশিদ, সুলতান মিয়া ও কাদের হাজিসহ পাঁচটি তুলার গুদামে আগুন লাগে।

খবর পেয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা।

ধারণা করা যাচ্ছে আগুনে ওই গুদাম ও তুলা পুড়ে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।