শনিবার (১০ মার্চ) দুপুরে কালিরবাজারের সোলায়মান হাজীর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মামুনুর রশিদ বাংলানিউজকে জানান, মণ্ডলপাড়া স্টেশনের তিনটি ইউনিট ও হাজীগঞ্জ স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। মার্কেটে একটি ফেব্রিক্স ও রঙের দোকান ছিল। আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতি নিরুপনের চেষ্টা চলছে।
এর আগে দু’বার এখানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।
শুক্রবার (৯ মার্চ) দুপুরে একই মার্কেটে আগুন লেগে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়। বুধবার (৭ মার্চ) ভোরে প্রথমে আরও একটি মার্কেটে আগুন লেগে ৮টি দোকানের প্রায় কোটি টাকার রঙ ও মালামাল পুড়ে যায়।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এসআরএস