ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে রাবেয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।
শনিবার (১০ মার্চ) দুপুরে ইউএনও ফরিদা ইয়াসমিন এ বাল্যবিয়ে বন্ধ করেন।
ইউএনও ফরিদা বাংলানিউজকে বলেন, উপজেলার গড়মা গ্রামের মো. মুখশেদ আলীর মেয়ে রাবেয়ার সঙ্গে প্রতিবেশী খাদেম আলীর ছেলে মো. রাসেল মিয়ার (১৯) বিয়ের আয়োজন চলছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে তিনি পুলিশ নিয়ে মুখশেদের বাড়িতে যান। এসময় ছেলে ও মেয়ের পরিবারের কাছে বাল্যবিয়ের কুফল তুলে ধরেন এবং মেয়ের বাবা মুখশেদের কাছ থেকে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা নিয়ে বিয়ে বন্ধ করে দেন।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।