ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১১৯৫ যাত্রীর জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
ভৈরবে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১১৯৫ যাত্রীর জরিমানা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১১৯৫ যাত্রীর কাছ থেকে ২ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) সর্দার সাহাদাত আলী এ জরিমানা আদায় করেন।

এসময় ভৈরব স্টেশন মাস্টার অমৃত লাল দাসসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্দার সাহাদাত আলী বাংলানিউজকে বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরতি দেওয়া ১০টি আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেনে টিকিট চেকিং অভিযান চালানো হয়ে। এসময় বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ১১৯৫ যাত্রীর কাছ থেকে ২ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।