ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফাটাফাটি অফারে কাড়াকাড়ি বিক্রি!

বেলাল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
ফাটাফাটি অফারে কাড়াকাড়ি বিক্রি! ফাটাফাটি অফারে কাড়াকাড়ি বিক্রি!

বগুড়া: ক্রেতা সাধারণের প্রচণ্ড ভিড়। ভেতরে একাধিক গলি পথ করে দেওয়া হয়েছে। চারকোনাকৃতির গলি পথের মাঝখান দিয়ে সাজিয়ে রাখা হয়েছে রকমারি পণ্যের পসরা। কোথাও তিল ধরনের ঠাঁই নেই।

বাইরের দৃশ্যও একই রকম। পুরো দোকান ঘিরে শুধু মানুষ আর মানুষ।

খেলনা থেকে শুরু করে সাংসারিক প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্র পছন্দ করছেন ক্রেতারা। আর দোকানিরা পণ্য অনুযায়ী প্যাকেট বা দড়ি দিয়ে বাঁধায় অথবা খালি হাতে ধরিয়ে দিচ্ছেন।
 
তবে এখানে পছন্দ করাটাই মুশকিল। অনেক পণ্যের মধ্যে সবকিছুই যেন ক্রেতা চোখে ধরে। কিন্তু দরদামের কোন সুযোগ নেই। কারণ প্রত্যেক আইটেমের দাম মাত্র ১৩০ টাকা। ফাটাফাটি অফারে চলছে বিকিকিনি।
  
শনিবার (১০ মার্চ) বিকেলে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম সংলগ্ন মমতাজ স্টেডিয়ামে আয়োজিত ১১তম মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চায়না প্যাভিলিয়নে গেলে বেচা-কেনার এমন দৃশ্য দেখা যায়।
 ফাটাফাটি অফারে কাড়াকাড়ি বিক্রি!
ওই প্যাভিলিয়নে বাবা হাসানের সঙ্গে শিশু রাফা ঘোরাঘুরি করছিলো। খেলনা গাড়ি নাড়াচাড়া করছিলো শিশুটি। মাকে হাত দিয়ে ইশারা দিয়ে একটি জিপ গাড়ি দেখায় শিশুটি। দোকানি মো. সানি জিপগাড়িটি শিশুটির হাতে ধরিয়ে দেয়। শিশুটি পছন্দের গাড়ি হাতে পেয়ে আহলাদে মেতে ওঠে।
 
পরে বাবা হাসান দাম জানতে চাইলে, ‘দোকানি বলে ১৩০ টাকা’। কম হবে কি? উত্তরে দোকানি মাথা নেড়ে না সূচক জবাব দেন। কি আর করার দোকানির হাতে ১৩০ টাকা গুণে দেন বাবা হাসান। সঙ্গে জিপগাড়ির মালিক বনে যায় ওই শিশুটি।
 
আরেক দোকানি মো. শাহিন বাংলানিউজকে জানান, এই প্যাভিলিয়নে প্রায় দুই হাজার আইটেমের পণ্য রয়েছে। এরমধ্যে ২০০ অধিক রকমারি প্লাস্টিক পণ্য, কাঁচের পণ্য ১৫০ অধিক, খেলনা সামগ্রীর কোনো হিসেব নেই। রয়েছে নানা আইটেমের কসমেটিকস সামগ্রী। স্টীলের সামগ্রীর পাশাপাশি বিভিন্ন ধরনের মাদুর রয়েছে। এছাড়া সংসারের যাবতীয় কাজের ছোট-বড় প্রায় সব ধরনের পণ্য তাদের দোকান রয়েছে।
 
দোকানিরা বাংলানিউজকে জানান, এখানে দরদাম করার কোনো সুযোগ নেই। সব ধরনের পণ্য একদামে বেচাকেনা হয়। পরিবেশক আমির এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. আমির হোসেনের ব্যবসার ধরন এমনটা বলেও জানান দোকানিরা।
 
এর আগে, রোববার (২৫ ফেব্রুয়ারি) মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির আয়োজনে এবং বেনারসী গ্লোবাল ইভেন্টস লিমিটেডের সার্বিক সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ২৯৩১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এমবিএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।