স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা এলাকায় স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমি দখল করে পুকুর খননের কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় রুবেল, উজ্জ্বল, ছলিম ও কেরামত আলীসহ কয়েকজন।
স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন, সওজের জায়গা দখল করে বিশাল আকৃতির পুকুর খনন করায় বর্ষাকালে তাদের ফসল পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কিশোরগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী মো. বাবুল মিয়া বাংলানিউজকে বলেন, জমি দখল করে পুকুর খনন ও মাটি উত্তোলনের কাজে আমরা বাধা দিয়েছি। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করেই এমন কাজ চালিয়ে যাচ্ছে ওই চক্রটি।
একই বিভাগের কিশোরগঞ্জ সার্কেলের নির্বাহী প্রকৌশলী রাশিদুল আলম বাংলানিউজকে জানান, তদন্ত সাপেক্ষে উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
এমএএএম/এসআরএস