শনিবার (১০ মার্চ) রাত পৌনে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে। নিহত সানজিদা খাতুন ওই এলাকার পারভেজ মিয়ার মেয়ে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি জহির উদ্দিন বাংলানিউজ বলেন, দুপুরে ভাদার্ত্তি এলাকায় সানজিদা খাতুনসহ তিন শিশু বাড়ির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে সানজিদা শীতলক্ষ্যা নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে এলাকাবাসী তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে শীতলক্ষ্যা নদী থেকে সানজিদার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সানজিদা স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলো।
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
আরএস/জিপি