ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ধানমন্ডিতে প্রাইভেটকারের ধাক্কায় ব্যক্তি নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৮
ধানমন্ডিতে প্রাইভেটকারের ধাক্কায় ব্যক্তি নিহত

ঢাকা: রাজধানীর ধানমন্ডির সাইন্স ল্যাবরেটরি এলাকায় একটি শপিংমলের সামনের রাস্তায় প্রাইভেটকারের ধাক্কায় আলমগীর হোসেন (৪০) নামে এক রিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই রিকশার চালক আহত হয়েছেন।

শনিবার (১০ মার্চ) দিনগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, সাইন্স ল্যাবরেটরি এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়।

এতে রিকশায় থাকা যাত্রী আলমগীর হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন অজ্ঞাত পরিচয় (৪৫) রিকশা চালক। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ব্যক্তির কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে নাম জানা যায়। ঘটনার পরপরই পুলিশ প্রাইভেটকারসহ চালকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।