রোববার (১১ মার্চ) সকাল ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। শাহেদ ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও লোহারটেক গ্রামের উজ্জল ফকিরের ছেলে।
এর আগে শনিবার (১০ মার্চ) দুপুরে উপজেলার লোহারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি পরিত্যক্ত ভবন ধসে দুই ছাত্র আহত হয়। এরমধ্যে শাহেদের আশঙ্কাজনক হওয়ায় শনিবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
কিন্তু রোববার সকালে শাহেদ মারা যায় বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিন খান।
** ফরিদপুরে ভবন ধস, আহত ২ শিক্ষার্থী
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
ওএইচ/