শনিবার (১০ মার্চ) দিনগত রাত ৩টার দিকে জেলা সদরের মুলঘর ইউনিয়নের গোপালপুরে বিচার গানের অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয়। তিনি মুলঘর ইউনিয়নের পাড়সাদিপুর গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, গোপালপুরে বিচার গানের অনুষ্ঠানে অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন দেলোয়ার। গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে সেখানে অভিযান চালিয়ে একটি ওয়ান শ্যুটারগনসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে দেলোয়ারের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এসআই