রোববার (১১ মার্চ) সকালে সদর উপজেলার পদ্মশাখরা সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক হাসানুর রহমান সদর উপজেলার লক্ষ্মীদাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে।
বিজিবির ভোমরা ক্যাম্পের সুবেদার শফিকুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পদ্মশাখরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে হাসানুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে পাঁচটি সোনার বার জব্দ করা হয়েছে।
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক সরকার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সোনার বারগুলো ভারতে পাচারের চেষ্টা চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত সোনার ওজন ৭৬৭ গ্রামেরও বেশি।
বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এসআই