রোববার (১১মার্চ) সকালে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার (১০ মার্চ) দিনগত রাতে উপজেলার দুর্গম বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী এলাকায় মণি চাকমার বাড়িতে ঢুকে দলীয় কোন্দলের জেরে ইউপিডিএফ’র স্থানীয় সহকারী কালেক্টর অমরত্মন চাকমা কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। নিহতের পরিবার মামলা দায়ের করলে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও ওসি আমির হোসেন।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
আরআইএস/