রোববার (১১ মার্চ) দিনগত রাতে উপজেলার হিলি ধরন্দা এলাকায় নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত যুবকের নাম মো. মিঠুন (৩০)।
দিনাজপুর হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মিঠুন রাতের বেলা হেঁটে বাড়িতে ফেরার সময় পেছন থেকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। এসময় মিঠুনের গলা তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মিঠুনের মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
বিএসকে