ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর মিরপুর ১২ নম্বরের ইলিয়াস মোল্লার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করছে।

সোমবার (১২ মার্চ) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিফিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার মাহফুজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা জানান, বস্তির প্রায় শতাধিক ঘরে আগুন ছড়িয়ে পড়েছে। বস্তিটি ৭০ বিঘা জমি জুড়ে বিস্তৃত। এখানে কমপক্ষে সাত থেকে আট হাজার ঘর রয়েছে। কমপক্ষে ২৫ হাজার লোক বসবাস করেন এ বস্তিতে।  

তবে এপর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা করে যাচ্ছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
পিএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।