সোমবার (১২ মার্চ) ভোরে ফতুল্লার আলীরটেক ইউনিয়নে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে র্যাব।
র্যাব-১১’র এএসপি আলেপ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদের ধরতে গেলে ডাকাত জিল্লু বাহিনীর প্রধান জিল্লু রহমানসহ তার সহযোগীরা র্যাবের উপর গুলি চালায়। এসময় র্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই ডাকাত সর্দার জিল্লু ও আরেকজন ডাকাত নিহত হয়। তবে ডাকাত দলের অন্য সহযোগীরা পালিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এমআরপি/এনএইচটি