প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির উত্তর দিক থেকে আগুনের সূত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যে দক্ষিণা বাতাসের তা ক্রমেই দক্ষিণ দিকে ছড়িয়ে পড়তে থাকে।
সোমবার (১২ মার্চ) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট।
ফায়ার সার্ভিসের কর্মী ও স্থনীয়রা আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে একপাশের কিছু ঘর ভাঙার চেষ্টা করলেও এতে লাভ হচ্ছেনা।
আগুনের কারণে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ধোঁয়ার কারণে ভেতরের দিকে যেতে পারছেন না। ফলে তারা অক্সিজেন মাস্কের সহায়তা নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করছেন।
বস্তির পাশে হাজার হাজার মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
এখনও পর্যন্ত আগ্নিকান্ডের কারণ বা এতে হতাহতের সংখ্যা জানা যায়নি।
জানা যায়, বস্তিটি ৭০ বিঘা জমি জুড়ে বিস্তৃত। এখানে কমপক্ষে সাত থেকে আট হাজার ঘর রয়েছে। কমপক্ষে ২৫ হাজার লোক বসবাস করেন এ বস্তিতে।
মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন
বাংলাদেশ সময়: ০৬৪৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এনএইচটি