ইলিয়াস মোল্লার বস্তিতে পুড়ে যাওয়া নিজের ঘরের স্তুপে শেষ সম্বল খুঁজতে খুঁজতে এভাবেই আহাজারি করছিলেন নিঃস্ব হয়ে যাওয়া আকলিমা।
শুধু আকলিমার নয়, হাজার ঘর পুড়ে যাওয়া ইলিয়াস মোল্লার বস্তি জুড়ে সোমবার (মার্চ ১২) সকালে শুধুই আহাজারি ও আর্তনাদ।
ভোর চারটার দিকে আগুন লাগে মিরপুর ১২ নম্বরের এই বস্তিতে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর সকাল পৌনে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে হাজারো ঘর পুড়ে নিঃস্ব হয়েছে বস্তিবাসী।
শেফালী দুইটা ঘর নিয়ে ১০ বছর ধরে এ বস্তিতে বাস করেন। তিল তিল করে জমানো টাকায় সাজিয়েছিলেন ঘর। পরনের পোষাক ছাড়া কিছুই বাঁচাতে পারেননি।
শেফালী বাংলানিউজকে বলেন, প্রথমে ভাবছিলাম স্বপ্ন দেখছি। একটু পরেই আগুন আগুন বলে চিল্লা-চিল্লি। আমি বাচ্চা নিয়ে দৌড়ে বের হই। কিছুই বের করতে পারি নাই। ক্যান্টনমেন্ট এক স্যারের বাসায় কাজ করি। আমাকে অনেক কিছু দেয় সব পুড়ে শ্যাষ বলে কান্নায় ভেঙে পড়েন এই নারী।
শেফালীর মতো আগুনে নিঃস্ব হয়েছে খোরশেদ। মুদি ব্যবসায়ী খোরশেদের ঘরে জমানো কিছু টাকাও ছিলো পুড়ে শেষ হয়েছে সে সম্বল।
পুড়ে ছাই হওয়া স্তুপ থেকে খুঁজে পেয়েছেন দোকানের জিনিসপত্রের ওজন মাপার কয়েকটি পাথর।
খোরশেদ বলেন, ‘সব শেষ, কিছু জমানো টাকা ছিলো তাও পুইড়্যা গেল, এখন কি নিয়ে বাঁচমো। রাস্তায় থাকন ছাড়া কোনো উপায় নাই। ’
এখনো অনেকে ইলিয়াস মোল্লার পুড়ে যাওয়া এ বস্তির স্তুপ থেকে খুঁজে ফিরছেন শেষ সম্বলটুকু।
** মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে
** মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ছে ২ হাজার ঘর
** মিরপুরে বস্তিতে ভয়াবহ আগুন
বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এমসি/আরএ