যেসব স্থানে ভৌগলিক কারণে কাঁটাতারের সীমানা দেয়া সম্ভব হবে না, সেসব স্থানে বিশেষ ক্যামেরা এবং অত্যাধুনিক ইলেকট্রনিক্স যন্ত্রপাতি দিয়ে নজরদারি করা হবে। তিন থেকে পাঁচ বছরের মধ্যেই সীমান্তে বিশেষ নজরদারি কার্যকর হবে বলে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানান তিনি।
বাংলাদেশ-ভারত সীমান্তে ভূ-খণ্ডের বৈচিত্রতার কারণে যেসব স্থানে বেড়া দেয়া সম্ভব হচ্ছে না, সেসব স্থান দিয়ে অনুপ্রবেশ এবং চোরাচালান রোধ করতে সীমান্তে বিশেষ এই নিরাপত্তা ব্যবস্থাকে বলা হচ্ছে কম্প্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইবিএমএস), জানান শর্মা।
সিআইবিএমএস হচ্ছে নতুন নতুন যন্ত্রপাতি এবং প্রযুক্তির মাধ্যমে সীমান্তে ইলেকট্রনিক্স নজরদারি নিশ্চিত করা। এসব যন্ত্র সীমান্তের আউটপোস্টগুলোতে সংযুক্ত করা হবে। যেখান থেকে বিএসএফ সদস্যরা সীমান্ত নজরদারি করতে পারবে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা হুমকিতে বিএসএফ কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে।
বর্তমানে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো সিআইবিএমএস প্রকল্পের আওতায় রয়েছে। বাংলাদেশ-আসামের মধ্যবর্তী ধুরবি সীমান্তে এখন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়াবিহীন অংশের বিষয়ে তিনি বলেন, যে কোনো সময়ই বেড়া দিয়ে দেয়া যায়। তবে যেসব অংশে ভৌগলিক কারণে বেড়া দেয়া সম্ভব নয়, সেসব স্থান সিআইবিএমএস প্রকল্পের আওতায় আনা হবে।
ভারতের সঙ্গে বাংলাদেশের মোট সীমানা চার হাজার ৯৬ কিলোমিটার। এর মধ্যে আসামের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা প্রায় ২৮৪ কিলোমিটার। যার ২২৩.৭ কিলোমিটারে এরই মধ্যে কাঁটাতারের বেড়া দেয়া আছে। বাকি রয়েছে ৬০.৭ কিলোমিটার সীমান্ত। এর মধ্যে ১১.৯ ভাগে বেড়া দেয়া হবে। বাকি ৪৮.৮ শতাংশ অঞ্চল নদীসংলগ্ন হওয়ায় তাতে সরাসরি বেড়া দেয়া সম্ভব নয়।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এমএন/এসআই