সোমবার (১২ মার্চ) সকালে উপজেলার ফোলজানা ইউনিয়নের ঘাষিখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
আয়শা খাতুন ওই গ্রামের ইনতাজ আলীর স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবিব বাংলানিউজকে জানান, সকালে আয়শা তার ছেলে মাসুদ রানাকে কাজে যেতে বললে তিনি রেগে যান। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মাসুদ রানা লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় প্রতিবেশীরা ছুটে এসে মাসুদ রানাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় এবং মাসুদ রানাকে আটক করে থানায় নিয়ে আসে।
তিনি আরো জানান, নিহত নারীর পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এসআই