ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুর বস্তির অগ্নিকাণ্ড তদন্তে ৩ সদস্যের কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
মিরপুর বস্তির অগ্নিকাণ্ড তদন্তে ৩ সদস্যের কমিটি আগুনে পুড়ছে ঘর,স্বপ্নও /ছবি- শাকিল

ঢাকা: মিরপুর ইলিয়াস মোল্লা বস্তির অগ্নিকাণ্ডের কারণ ও ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (১২ মার্চ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের (ঢাকা বিভাগ) উপ-পরিচালক দেবাশিষ বর্ধনের নেতৃত্বে তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটির অপর সদস্যরা হলেন, উপ-সহকারী পরিচালক মামুন মাহমুদ ও সিনিয়র স্টেশন (মিরপুর) অফিসার মো. আরেফিন।

 

কমিটির প্রধান দেবাশিষ বর্ধন বাংলানিউজকে বলেন, মঙ্গলবার থেকে মূল তদন্ত শুরু হবে। তদন্তে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হবে।

সোমবার ভোর ৪টার দিকে ওই বস্তিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই পুড়ে যায় অন্তত দুই হাজার ঘরবাড়ি।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮ 
এমসি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।