সোমবার (১২ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের কুদ্দুস আলীর ছেলে সাহেদুল ইসলাম (৩০), একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে জান্টু (৩১) ও আবদুর রহমানের ছেলে ইয়াসিন আলী (২৯)।
চাঁপাইনবাবগঞ্জ জজ আদালতের অতিরিক্ত প্রসিকিউটর অ্যাডভোকেট আঞ্জুমান আরা বাংলানিউজকে জানান, ২০১৩ সালের ৩ আগস্ট শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা গ্রামে অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেনসিডিলসহ সাহেদুল, জান্টু ও ইয়াসিনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লুৎফর রহমান ২০১৫ সালের ২৫ অক্টোবর ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান অভিযুক্ত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
আরবি/