সোমবার (১২ মার্চ) দুপুরে বন্দর উপজেলার বাগবাড়ি এলাকায় সিটি করপোরেশনের ময়লা ফেলার স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এলেম বন্দর উপজেলার নবীগঞ্জ কবরস্থানের পার্শ্ববর্তী আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, গত সোমবার (৫ মার্চ) শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনায়। শিশুর বাবা রাজ্জাক তার সৎ ভগ্নিপতি বিল্লাল হোসেনকে অাসামি করে বন্দর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।
বন্দর থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ বাংলানিউজকে জানান, দুপুরে বন্দর উপজেলার বাগবাড়ি এলাকা থেকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
আরআইএস/