ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

এবার নির্বাচনে না এলে অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এবার নির্বাচনে না এলে অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন। গত নির্বাচনে না এসে তাদের উপলব্ধি হয়েছে যে তারা ভুল করেছে। আবার যদি নির্বাচনে না আসে সেটা হবে আরেকটা ভুল।

সোমবার (১২ মার্চ) দুপুরে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা।

মন্ত্রী এসময় আরো বলেন, বিএনপি আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। হয়েছে অত্যাচার ও লুটপাট। বহু মানুষকে মিথ্যা মামলায় আসামি করে ঘর ছাড়া করা হয়েছিল বিএনপির শাসনামলে।  

কোনো সন্ত্রাসী আগামী সংসদ নির্বাচনকে বাধাগ্রস্থ করতে পারবে না। বরং সন্ত্রাসীরা এবার পালানোর পথ খুঁজে পাবে না। কারণ, সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য, যোগ করেন তোফায়েল আহমেদ।  

এসময় মন্ত্রী সারাদেশের উন্নয়নের পাশাপাশি ভোলার উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, ভোলায় নদী ভাঙন বন্ধে প্রায় দুই হাজার কোটি টাকার কাজ চলছে। এখানকার অবকাঠামো উন্নয়নে ৪৬৫ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এছাড়া চলতি বছরের মধ্যেই ভোলা-বরিশাল ব্রিজ নির্মাণ কার্যক্রম শুরু হবে।  

সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মাতাব্বর বক্তব্য দেন।

এর আগে মন্ত্রী এলজিইডি এর আরইআর-২ শীর্ষক প্রকল্পের আওতায় জেলা সদরের এলসিএস কর্মীদের সঞ্চয়ী টাকার চেক বিতরণ করেন।  

এলজিইডি আয়োজিত এ অনুষ্ঠানে ১৩০ জন কর্মীর মধ্যে মোট ৪৭ লাখ টাকার চেক বিতরণ করেন মন্ত্রী।  

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন দেশে দারিদ্র্যের হার ছিল ৫৩ শতাংশ। যা বর্তমানে কমে ২২ শতাংশে নেমে এসেছে। এছাড়া অতি দরিদ্রের সংখ্যা কমে হয়েছে ১১ শতাংশ। বর্তমান সরকার দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ফলে বর্তমানে বাংলাদেশে দরিদ্রের সংখ্যা অনেক কমে এসেছে।
 

এলজিইডি প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন এলজিইডি বরিশাল বিভাগীয় প্রধান প্রকৌশলী আ ফ ম মনিবুর রহমান, জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক, জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।