রাঙামাটি ও বান্দরবান সফরের প্রথম দিনে সোমবার (১২ মার্চ) দুপুরে রাঙামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়ার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় ইউএসএইড’র বাংলাদেশ মিশন প্রধান জেনিনা জারুজেলস্কিসহ সংস্থাটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়ের সঙ্গে তার রাজ কার্যালয়ে ঘণ্টাব্যাপী সাক্ষাত করেন। এছাড়া রাঙামাটির ইউএনডিপির কার্যালয় পরিদর্শনসহ রাঙামাটি জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার সঙ্গে সন্ধ্যায় বৈঠকের কথা রয়েছে তার।
জেলা পরিষদের চেয়ারম্যান কক্ষে ঘণ্টাব্যাপী বৈঠকে পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের জীবন মান উন্নয়নে চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও পার্বত্য পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বৈঠকে রাঙামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সাদেক আহামদসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
আরবি/