সোমবার (১২ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিকভাবে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
বর্তমানে নাম ঠিকানাবিহীন ওই পাগলি ও নবজাতক স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের ১৯ নম্বর বেডে অবস্থান করছেন।
এদিকে, খবর পেয়ে নবজাতকটির দায়িত্ব নিয়েছেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম।
এ সময় তিনি মহান স্বাধীনতার মাসে জন্ম নেওয়া পিতৃ পরিচয়হীন নবজাতকটির নাম রাখেন ‘মুক্তি’।
শফিকুল ইসলাম জানান, বর্তমানে মা ও তার সন্তান সুস্থ আছে। শিগগিরই মুক্তির আকিকা করা হবে।
এর আগে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের দুরুল হোদার স্ত্রী নাসিমা বেগম ও একই গ্রামের সামনুর বেগম বাংলানিউজকে বলেন, সোমবার (১২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে মুসলিমপুরের একটি আমের আড়তে প্রসব বেদনায় চিৎকার করছিলেন ওই পাগলি। আমরা তার চিৎকার শুনে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। এর কিছুক্ষণ পরেই তিনি একটি কন্যা সন্তান প্রসব করেন।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. আজিজুল হক বাংলানিউজকে জানান, মা ও সন্তান সুস্থ রয়েছেন।
উল্লেখ্য, কুরুচিপূর্ণ কিছু পুরুষ মানসিক ভারসাম্যহীন নারীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করছেন। ফলে কোনো কোনো পাগলি হয়ে পড়ছেন অন্তঃসত্ত্বা। তাতে চরম বিপর্যয়ের শিকার হতে হচ্ছে তাদের। কিছুদিন আগে মাদারীপুর এবং নারায়ণগঞ্জে দুই পাগলি সন্তান জন্ম দেন।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এনটি/এসআই