সোমবার (১২ মার্চ) দুপুরে সমুদ্রবন্দর পরিদর্শনের সময় সিঙ্গাপুরের বন্দর কর্তৃপক্ষের দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধান অং কিম পং প্রধানমন্ত্রীকে সিঙ্গাপুরের পোর্ট অটমেশন সম্পর্কে অবহিত করেন। তিনি চট্টগ্রাম বন্দর অধুনিকায়নের ব্যাপারে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব কথা জানান।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোববার (১১ মার্চ) দুপুরে দেশটিতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিঙ্গাপুর সফরের দ্বিতীয়দিন সোমবার (১২ মার্চ) দুপুরে তার সম্মানে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ইস্তানায় নিজ কার্যালয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
এ সময় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সেইন লুং বলেছেন, শেখ হাসিনার সিঙ্গাপুর সফর দুই দেশের মধ্যে অংশীদারিত্বের সম্পর্ক আরো জোরদার করবে।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এসকে/এমজেএফ