ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দশমিনায় জাটকা ও অবৈধ জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
দশমিনায় জাটকা ও অবৈধ জাল জব্দ

পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌড়াঙ্গ নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩ মণ (১২০ কেজি) জাটকা জব্দ করা হয়েছে। এ সময় পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল।  

সোমবার (১২ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা মৎস অফিস ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।  

দশমিনা উপজেলা মৎস্য অফিসার মো. মাহাবুব আলম তালুকদার ঝান্টা এ তথ্য বাংলানিউজকে  নিশ্চিত করে জানান, অভিযানে জব্দ জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

পাশাপাশি জব্দ অবৈধ কারেন্টজালগুলো উপজেলার কালারানী নামক স্থানের নদী তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।