এসময় দু’টি যাত্রীবাহী বাস ও কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড গুলি ছোড়া হয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার (১২ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় শাহজাহান, আবুল কাশেম ও কামরুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, ‘এলাকায় গ্যাস সংযোগ দেওয়া হয়েছে প্রায় আরো দুই বছর আগে। স্থানীয় ওয়ার্ড কমিশনার মনির আহম্মদের মাধ্যমে তারা বাখরাবাদ গ্যাস কোম্পানির ঠিকাদার জসিম উদ্দিনের কাছে এলাকার প্রত্যেক পরিবার ৩০/৪০ হাজার টাকা দিয়ে গ্যাস লাইন এনেছেন।
এছাড়া এ গ্যাস সংযোগ উদ্বোধন করেন ফেনী-০২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিন, ফেনী সদর উপজেলা চেয়্যারম্যান আবদুর রহমান বিকম। সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র যেখানে গ্যাস সংযোগ উদ্বোধন করেছেন, সেখানে কিভাবে লাইনটি অবৈধ হয়?-বলেন স্থানীয়রা’
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি এ এলাকায় কোনো সংযোগ দেয়নি। কোম্পানির অভিযোগের ভিত্তিতেই ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান পরিচালনা করেছে।
এসময় সরকারি কাজে বাঁধা দেওয়ায় স্থানীয় ওয়ার্ড কমিশনারসহ চারজনকে আটক করা হয়েছে। পরে ওয়ার্ড কমিশনারকে ছেড়ে দেওয়া হলেও বাকি তিনজনকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, কাউন্সিলর মনির আহম্মদের বিরুদ্ধে মামলা দায়ের জন্য ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে বাখরাবাদ গ্যাস কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ লাইন হওয়া সত্ত্বেও সরকারি কাজে বাঁধা দিয়েছেন এলাকাবাসী। এ সময় পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছাড়া বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী সাইদুল ইসলাম বাংলানিউজকে জানান, এ এলাকায় আনুমানিক স্থাপিত লাইন ৭ কিলোমিটার, রাইজার সংখ্যা ১৪৩ টি, দ্বৈত চুলার সংখ্যা ১৫৭ টি। সংযোগগুলো সবই অবৈধ। একটি অসাধু মহল কোম্পানির অনুমতি ছাড়াই গ্যাস লাইন থেকে সোর্স লাইনের মাধ্যমে এ সংযোগগুলো দিয়েছে।
ওয়ার্ড কাউন্সিলর মনির আহম্মদ জানান, গ্যাস সংযোগ বৈধ। কাজের ওয়ার্ক অর্ডার তার কাছে রয়েছে। বৈধ লাইন হওয়া সত্ত্বেও ভ্রাম্যমাণ আদালত গ্যাস লাইনগুলো বিচ্ছিন্ন করে দিয়ে এলাকার মানুষদের আটক করেছে।
** ফেনীতে অবৈধ গ্যাস সংযোগ ছিন্ন করায় ভাঙচুর-সড়ক অবরোধ
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৮
এসএইচডি/ওএইচ/